কোরবানীর পশুবাহী যানবাহনে চাঁদাবাজী চলবে না — পুলিশ সুপার লিটন কুমার সাহা

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেছেন, কোরবানীর হাটসহ পশুবাহী যানবাহনে দলীয় লোকজন বা পুলিশের কোন সদস্য চাঁদাবাজী করলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে। জেলার কোথাও ইজারাবিহীন সাময়িক কোন পশুর হাট বসতে দেয়া হবে না। হাটে বা পশু বহনের কাজে নিয়োজিত পরিবহণে কোন প্রকার চাঁদাবাজী চলবে না। জাল টাকা প্রতিরোধে হাটে পুলিশের পক্ষ থেকে
মেশিন বসানোসহ সাদা পোশাকের পুলিশ নিয়োজিত থাকবে।
তিনি শনিবার দুপুরে বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জেলার সকল পশুহাটের ইজারাদার, গরুর খামারী ও ব্যবসায়ীদের নিয়ে হাটের নিরাপত্তা ও পরিবহণে চাঁদাবাজী বন্ধে
আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বনপাড়া পৌরসভার মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, অতিরিক্ত
পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, হাট ইজারাদার মোস্তারুল ইসলাম আলম বক্তব্য রাখেন।