মধ্যনগরে এম পি শামীমা শাহরিয়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শন

সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলের  মধ্যনগর থানার বন্যা কবলিত গ্রামগুলি গোরে দেখেন এম পি শামীমা শাহরিয়ার  বন্যায় কবলিত সাধারণ মানুষের খোঁজ খবর নেন, এর মধ্যে মধ্যনগর সদর সহ চামরদানী ইউনিয়ন, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন, উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বন্যা কবলিত গ্রামগুলি পরিদর্শন করেন। শনিবার দুপুরে মধ্যনগর বাজারে আওয়ামিলীগ সভাপতি গিয়াস উদ্দিন নূরীর গদি ঘরে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন, এ-সময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন নূরী,সহ সভাপতি সদর চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার প্রমুখ, নেতৃবৃন্দরা সাংগঠনিক আলোচনার ভিত্তিতে বিভিন্ন দাবীদাবা তুলে ধরেনের ও মধ্যনগর উপজেলা বাস্তবায়নের কাংখিত দাবীর কথাও উল্লেখ করেন। এর প্রেক্ষিতে সংরক্ষিত আসনের সাংসদ শামীমা শাহরিয়ার দাবীদাবা পূরণের আশ্বাস দিয়ে বলেন, মধ্যনগর উপজেলা বাস্তবায়নের দাবীটি আমি প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে উত্থাপন করেছি, আবারও উপজেলার দাবী নিয়ে প্রধান মন্ত্রীর সাথে সাক্ষাৎ করবো, আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যনগর উপজেলা ঘোষণা দিবেন। আলোচনা শেষে বাজারে জগন্নাথ জিয়র আশ্রম পরিদর্শন করেন এবং নির্মাণ কাজে অসমাপ্ত নাঠ মন্দির সংষ্কারের জন্য ১ লক্ষ টাকা নগদ অনুদান প্রদান করেছেন,পরে বৈঠাকালী নতুন পাড়া গোচ্ছ গ্রামে বন্যার্থ হতদরিদ্র পরিবারের মাঝে প্রতিজনকে নগদ ৫০০ টাকা বিতরণ করেন। পরিশেষে এম পি দক্ষিণ বংশিকুন্ডার উদ্দেশ্যে রওনা করেন।