বড়াইগ্রামে ৮শ’ বছরের প্রাচীন মন্দির রক্ষার দাবি

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে প্রায় ৮শ’ বছরের প্রাচীন শিব ও কালী মন্দির ও মন্দিরের জমি রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয় হিন্দু সমাজের নেতারা। সোমবার উপজেলার লক্ষ্মীকোল মন্দির কমিটির নেতারা সংবাদ সম্মেলনে এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্কুল শিক্ষক শ্রী উত্তম কুমার। এ সময় অন্যান্যের মধ্যে মন্দির পরিচালনা কমিটির সভাপতি রান্টু দাস, সম্পাদক সুকুমার নন্দী, সমাজ প্রধান মহাদেব কুমার ও মিঠুন কুমার নন্দীসহ হিন্দু সমাজের শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্য সুত্রে জানা যায়, প্রায় ৮শ বছর ধরে এই মন্দিরে পূজা-অর্চনাসহ ধর্মীয় কার্যক্রম চলে আসছে। মন্দিরের সামনে ও পেছনে ২১ শতাংশ খাস জমি রয়েছে যা মন্দির কর্তৃপক্ষ দেখাশুনা ও ব্যবহার করে আসছে। কিন্তু সম্প্রতি স্থানীয় হরকুমার দাস ও তার অপর দুই ভাই এ জমির মালিকানা দাবি করেন। এ ব্যাপারে নাটোর আদালতে মামলা চলমান রয়েছে। যার মামলা নম্বর ২০৯/২০২২-২৩। কিন্তু আদালতে মামলা চলমান থাকা স্বত্ত্বেও হরকুমারসহ তিন ভাই স্থানীয় ব্যবসায়ী বিজয় দাসের কাছে মন্দির ঘরের অংশ বিশেষসহ পেছনের জমি বিক্রি করে দেন। গত কয়েক দিন ধরে বিজয় দাস সে জমি টিনের বেড়া দিয়ে ঘিরে সেখানে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেন। এতে মন্দিরের ধর্মীয় কার্যক্রম ব্যাহত হওয়ায় স্থানীয় হিন্দু সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটার আশঙ্কাও দেখা দিয়েছে।
এ ব্যাপারে ব্যবসায়ী বিজয় কুমার দাস বলেন, আমি জমি কিনে নামজারি করে নিয়েছি। এছাড়াও ২০২৫ সাল পর্যন্ত ভুমি উন্নয়ন করও পরিশোধ করা আছে। আমি বাড়ি নির্মাণ করতে গেলে তারা বাধা দিচ্ছে। আমার বেড়া দেওয়া টিন ভেঙ্গে ফেলে উল্টো তারাই সংবাদ সম্মেলন করছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আদালতে মামলা চলমান আছে। তাই উভয় পক্ষকেই শান্ত থেকে আদালতের নির্দেশনা মেনে চলার জন্য বলেছি।