নাটোর প্রতিনিধি
এক বছরে নাটোর জেলার গ্রাম আদালতগুলোতে এক হাজার ৩৭৭টি মামলা নি®পত্তি করা হয়েছে। বর্তমানে ২০৩টি মামলা অপেক্ষমান রয়েছেছে।সোমবার(৩ মার্চ) দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত’জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এ তথ্য জানানো হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন উপস্থিত ছিলেন।
নাটোর ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শফিকুর রহমান জানান, বিগত এক বছরে জেলার গ্রাম আদালতগুলোতে এক হাজার ৩৭৭টি মামলা নি®পত্তি করা হয়েছে। এই সময়ে আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষকে দুই কোটি ২২ লক্ষ দুই হাজার ৭০০ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় বিরোধ নি®পত্তি করার ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম প্রশংসিত। প্রান্তিক পর্যায়ে বিরোধ নি®পত্তির মাধ্যমে বাসযোগ্য সমাজ গড়তে গ্রাম আদালতকে আরো সক্রিয় করতে প্রশাসন কাজ করে যাবে। বিশেষ করে এই আদালতে নারীদের বিদ্যমান অবস্থানকে ৩০ শতাংশ থেকে ৪০ শতাংশে উপনীত করার পদক্ষেপ হিসেবে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহন করা হবে।
কর্মশালায় পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, গ্রাম আদালতে সেবা প্রত্যাশীদের জন্যে আস্থার জায়গা তৈরীর উপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় অংশগ্রহনকারী বিভিন্ন সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে গঠিত ছয়টি টিম দলের সুপারিশমালা উপস্থাপন করেন।