এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরী ও বিক্রি রোধে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন হাট-বাজার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান সরকার। এসময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি।
সোমবার (৩ মার্চ) বিকেলে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাট ও চেহেলগাজী বাজার মনিটরিং করেন ইউএনও। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও থানা পুলিশ সদস্যরা।
বাজার মনিটরিং এর সময় উৎপাদন ও মেয়াদের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণ, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধের দায়ে পাকেরহাট রফিকুল স্টোরকে ৫ হাজার ও চেহেলগাজী বাজারের সাইফুদ্দিন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করেন ইউএনও।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন পণ্য-দ্রব্যাদি বিক্রিতে অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বাড়তি দাম না নেয়া ও ভেজাল পণ্য বিক্রিতে কঠোরভাবে নিষেধ করতে বাজার মনিটরিং করা হয়। এইসব নির্দেশনা কেউ অমান্য করলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।