চাটমোহরে সাংবাদিকদের সাথে নতুন ওসি’র মত বিনিময়

২৭ জুন শনিবার সন্ধ্যায় পাবনার চাটমোহর থানায় যোগদানকৃত নতুন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় চাটমোহরে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে নতুন ওসিকে স্বাগত জানানো হয়।
পরিচয় পর্ব শেষে সাংবাদিকদের মধ্যে চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার চাটমোহর সংবাদদাতা প্রভাষক ইকবাল কবীর রনজু, চ্যানেল টোয়েন্টি ফোর এর পাবনা প্রতিনিধি শাহীন রহমান, দৈনিক কালের কন্ঠের চাটমোহর প্রতিনিধি আব্দুল লতিফ রনজু, টিএনবি সম্পাদক জাকির সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।
সাংবাদিকগন চাটমোহরে মাদক, খুন, ধর্ষণ, সুদের কারবার, সন্ত্রাস, অসামাজিক কার্যকলাপ, বাল্যবিয়ে নিয়ন্ত্রনসহ বিভিন্ন বিষয়ে বিশেষ ভূমিকা রাখার আহবান জানালে নবাগত ওসি সাংবাদিকদের আশ^স্ত করেন এবং সহযোগিতা কামনা করেন।
এসময় চাটমোহর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ভোড়ের ডাক চাটমোহর প্রতিনিধি নূরুল ইসলাম, সমকাল প্রতিনিধি শামিম হাসান মিলন, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, অনলাইন স্বাধীন খবর সম্পাদক জাহাঙ্গীর আলম, ভোড়ের দর্পন প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহ, চলনবিলের আলো সম্পাদক রফিকুল ইসলাম রনী, আমার সংবাদ প্রতিনিধি হাবিবুর রহমান শিমুল বিশ^াস, প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক এস এম মাসুদ রানা, সাংবাদিক মহিদুল ইসলাম খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ওসি (তদন্ত) মোহাম্মদ হান্নান।