“”মধ্যনগর সহ ধর্মপাশায় ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে বন্যার পানিতে প্লাবিত””

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সহ মধ্যনগর থানার সবকটি গ্রামের বাড়ি ঘর জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে, বন্যার পানিতে প্লাবিত হয়েছে শত শত গ্রাম,গত ৭২ ঘন্টার ভারী বৃষ্টি পাতের ফলে পানি ভারতে শুরু করেছে, জেলা প্রশাসেরকের তথ্য মতে  ভারতের চেরাপুঞ্জিতে ৯০২ মিলিমিটার এবং সুনামগঞ্জ জেলায় ২৯৩ মিলিমিটার বৃষ্টি পাত হয়েছে। ২৬/৬/২০২০ তারিখে অতি বৃষ্টির কারণে সুরমা নদীর পানি সমতল বিপদ সীমার অতিক্রম করবে বলে এমন তথ্য  জানিয়েছেন। বর্তমানে ৭.৮/ ৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এতে করে সুনামগঞ্জ জেলার সবকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এবং এবিষয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কতৃপক্ষেকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য  আহবান করেছেন। মধ্যনগর থানার বেশ কয়েকটি গ্রামের বাড়িতে পানি উঠতে দেখা গেছে। এতে করে এমন অবস্থায় সুনামগঞ্জ জেলার সবকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছ। এরি মধ্যে মধ্যনগর থানাধীন উত্তর বংশীকুন্ডার মহেষখলা বাজার সহ দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নে প্রায় শতাধিক পরিবার পানিবন্ধি হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মধ্যনগর সদর ইউনিয়নের বৈঠাখালী, বৈঠাখালী নতুন পাড়া সহ শতাদিক গ্রাম অতিরিক্ত বৃষ্টি পাতের ফলে বন্যার কবলে ক্ষতি সাধনের আতঙ্কে রয়েছে। ধর্মপাশার শুকাইর রাজাপুর ইউনিয়নের বেশ কয়েকটি বাড়ি বন্যার পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে, এভাবে পানি বাড়তে থাকলে বন্যা পরিস্থিতি অবনতি হবে বলে আশংকা রয়েছে।