তানোরের ইউএনও প্রচন্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি

রাজশাহীর তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো করোনা ভাইরাসের উপসর্গের প্রচন্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বুধবার (২৪ জুন)বেলা ১১টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। চলতি বছরের জানুয়ারি মাসের শেষ দিকে তানোর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন এই ইউএনও সুশান্ত কুমার মাহাতো। যোগদানের পর থেকে উপজেলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করেন ইউএনও সুশান্ত কুমার মাহাতো। এরপর দেশে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় দিন রাত ছুটে সাধারন মানুষকে সচেতন করতে নানা পরিকল্পনা হাতে নেন ইউএনও। উপজেলার জনসাধারণকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে মাঠে ময়দানে বাজার ঘাটে মোড়ে মোড়ে ভয়ভীতি অপেক্ষা করে উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো রাতদিন পরিশ্রম করে মানুষের হৃদয় ছুয়েছেন বলে একাধিক ব্যাক্তি জানান। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজিয়ারা খাতুন জানান,ইউএনও স্যার প্রচন্ড জ্বর নিয়ে বুধবার বেলা ১১টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে তিনি হাসপাতালের বিশেষ একটি কক্ষে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া (ইউএনও) স্যারের স্ত্রী ও সন্তানও জ্বরে ভুগছেন। ফলে উনার পরিবারের সদস্যসহ ইউএনও অফিসে স্টাফদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। এবং তার শরীরে করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে পাঠানো হয়েছে। (ইউএনও) স্যার করোনা আক্রান্ত কিনা তা নমুনা পরীক্ষার পরই বলা যাবে।