প্রান্তিক চামড়া ব্যবসায়ীরা পাওনা টাকা না পেলে আসন্ন কোরবানী ঈদে কাচা চামড়া সংরক্ষণে গত বছরের চেয়ে ভয়াবহ রূপ ধারণ করবে। চামড়া ব্যবসায়ীরা বিগত বছরের চামড়ার পাওনা টাকা পায়নি এমনকি গত কোরবানী ঈদের চামড়ারও টাকা পায়নি প্রান্তিক চামড়া ব্যবসায়ীরা। এফবিসিসিআই এর সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপ-এর সভাপতি মো. জুলফিকার আলী স্বপন।
২৪ জুন বুধবার বিকেল সাড়ে ৩ টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন-এর সভাপতিত্বে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে করণীয় নির্ধারণে অংশিজনের সমন্বয়ে জুম প্লাটফর্মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভায় দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সভাপতি জুলফিকার আলী স্বপন এ কথা বলেন। এ সময় উপস্থিাত ছিলেন দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের ও কোষাধ্যক্ষ মো. আউয়াল হোসেন।
কাঁচা চামড়ার মূল্য নির্ধারণসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে করণীয় নির্ধারণে অংশিজনের সমন্বয়ে জুম প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় সংযুক্ত ছিলেন প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মহা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন-এর চেয়ারম্যান, বাংলাদেশ হাইড এন্ড স্কীন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভাগীয় ও জেলা পর্যায়ের চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ।
সভাপতির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, প্রান্তিক চামড়া ব্যবসায়ীদের পাওনা টাকা পরিশোধসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বাস্তবায়নের লক্ষ্যে শীঘ্রই এফবিসিসিআইসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে আবারও সভা করা হবে।