বাগমারায় ছাত্রলীগের মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

দেশ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে মাস ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০ টা থেকে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। ভবানীগঞ্জ সরকারী বিশ্বব্যিালয় কলেজ চত্বর থেকেই বৃক্ষ রোপন কার্যক্রম শুরু করেন। কলেজ চত্বর ছাড়াও কলেজের আশোপাশে তারা বিভিন্ন প্রজাতীর দুইশতাধিক চারা গাছ রোপন করেন। ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন ও সাধারন সম্পাদক আব্দুল মজিদের নেতৃত্বে চারা গাছ গুলো রোপন করা হয়। ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচি সফল করার লক্ষে কলেজের অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দরা সহযোগীতায় এগিয়ে আসেন। বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ গ্রহন করেন, কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, সাধারন সম্পাদক আব্দুল মজিদ, ছাত্রলীগ নেতা সারোয়ার ইসলাম রাকিব, রবিউল ইসলাম, সাগর আহম্মেদ, রনি প্রমুখ। মাস ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি চলবে বলে কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে।