বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে
চিকিৎসাধীন থাকা করোনা আক্রান্ত রোগীদের জন্যে মৌসুমী ফল পৌঁছে দিয়েছেন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সেচ্ছাসেবী সংগঠন মুক্ততারা সোসাইটি। সোমবার বিকেলে হাসপাতালের আরএমও শফিক আমিন কাজলের হাতে ফলের বক্সগুলো তুলে দেন সংগঠনের সেচ্ছাসেবীরা।
মৌসুমী ফলস্বরুপ সেচ্ছাসেবী এই সংগঠনের নেতৃবৃন্দরা প্রদান করেছেন ৫০ কেজি আম, ৬৫ কেজি আনারস, ১০ কেজি দেশী লটকন এবং ৫’শ পিচ লেবু।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাফিউর রহমানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন আলিফ মাহমুদ, সেচ্ছাসেবী যথাক্রমে হাসিবুল হাসান বিপু, ফারিয়া
তামান্না, সুরাইয়া তাবাসসুম আঁখি, সিজান, সাইজ, নিঝুম প্রমুখ।
করোনা দুর্যোগে সংগঠনটি এর আগেও শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং মাহে রমজানে প্রায় ৩ শতাধিক পরিবারে ইফতার ও একবেলার খাবার পৌঁছে দিয়েছেন। তরুণ শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগকে প্রশংসনীয় বলে করোনা
রোগীদের পাশে থাকার জন্যে সেচ্ছাসেবী সংগঠন মুক্ততারা সোসাইটি কে ধন্যবাদ জানিয়েছেন করোনা ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও শফিক আমিন কাজল।
ক্যাপশন: সোমবার বিকেলে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর জন্যে হাসপাতালের আরএমও শফিক আমিন কাজলের হাতে মৌসুমী ফলের বক্স তুলে দেন সেচ্ছাসেবী সংগঠন মুক্ততারা সোসাইটি’র সেচ্ছাসেবীরা।