পাবনা প্রতিনিধি ঃ
পাবনায় বাক প্রতিবন্ধি শাহাদত হত্যা মামলায় গ্রেফতারকৃত আব্দুল আওয়াল ১৬৪ ধারায় পাবনার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। গতকাল পাবনার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কামাল উদ্দিন এর আদালতে হত্যা কান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। এ সময় এ
মামলার তদন্তকারী কর্মকর্তা পাবনা থানার এসআই
মোহাইমিলন উপস্থিত ছিল। পাবনা পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার বেলা ১ টার দিকে পুলিশ পাবনা শহরের ব্যস্ততম আব্দুল হামিদ সড়কের এ.আর. কর্ণার থেকে আব্দুল আওয়ালকে গ্রেফতার
করে।
উল্লেখ্য, গত ১৭ জুন দিবাগত রাত ৩ টার দিকে পাবনা সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের পাটকিয়া বাড়ী গ্রামে ১ দল দূর্বৃত্ত পিটিয়ে বাক প্রতিবন্ধি শাহাদত হোসেনকে নির্মমভাবে হত্যা করে। সংবাদ পেয়ে পাবনা থানা পুলিশ পরদিন
১৮ জুন ঘটনাস্থল থেকে শাহাদত হোসেনের মৃত দেহ উদ্ধার করে।
এ মামলায় পুলিশ ঘটনার পর মাহফুজা খাতুন নামের একজন মহিলাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাহফুজা খাতুনও শাহাদত হত্যা মামলায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে
স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। নির্মম হত্যাকান্ডের পর হত্যাকান্ডের দৃশ্য ধারণকৃত ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। শাহাদত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পাবনা
থানার এসআই মোহাইমিলন জানান, শাহাদত হত্যা মামলার সাথে জড়িত সকল আসামীকে গ্রেফতার করার জন্য জোর পুলিশী তৎপরতা চলছে।