ঈশ্বরদী প্রতিনিধি ॥ করোনা মহামারী শেষ না হওয়া পর্যন্ত ব্যাংক ও এনজিও লোনের কিস্তি এবং সুদ আদায় বন্ধ,জাতীয় প্রণোদনা ও বিভিন্ন লোন সুবিধা চালু করণসহ পাঁচদফা বাস্তবায়নের দাবিতে ঈশরদীতে মানববন্ধন,পথসভা,র্যালি ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঈশ^রদী ডেকোরেটর সমিতির পক্ষ থেকে রেলওয়ে গেইট ‘‘জিরো পয়েন্টে’’ ঘন্টাকাল ব্যাপি অনুষ্ঠিত এসব কর্মসুচিতে বক্তব্য দেন, সমিতির সভাপতি খোরশেদ
আলম,সহসভাপতি জার্জিত ইসলাম, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম,মজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান দাদু।
সারাদেশে ডেকোরেটর ব্যবসায়ীদের তিন’শ কোটি টাকা ক্ষতি হয়েছে উল্লেখ করে বলেন,মানবেতর জীবন যাপনকারী অসহায় ডেকোরেটর মালিক ও পঁচিশ লক্ষ শ্রমিকদের ডেকোরেটর ব্যবসা
চালু না হওয়া পর্যন্ত প্রধান মন্ত্রীর নিকট মাসিক ভিত্তিতে অনুদান প্রদানের আবেদন জানান। পরে তারা ঈশ^রদী উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে প্রধান মন্ত্রীর নিকট স্মারক লিপি
প্রদান করেন।