ছাতকে প্রবাসী পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

ছাতক প্রতিনিধি;;
ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের বিলপাড় গ্রামের পারিবারিক
চলাচলে রাস্তার বিরোধ নিয়ে দুই পরিবার সংঘর্ষের ঘটনায় এক কুয়েত প্রবাসি পরিবারকে হয়রানিমুলক মামলায় জড়ানোর এ ঘটনায় সামাজিক গনমাধ্যম ফেইসবুকে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। গত ৩০ মে বিকালে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও
ইউনিয়নের বিলপাড় কেনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।অন্যায় ভাবেই মামলায় জড়ানোর
এ ঘটনায় নিয়ে গত বুধবার সকালে গ্রামবাসির দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে । যে কোন সময় ভয়াবহ সংঘষের আশংকা বিরাজ করছে।
জানা গেছে, ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের বিলপাড় গ্রামে
আবু সুফিয়ানের পুত্র হোসেন মাহমুদ ওএকই গ্রামে আব্দুর নুরের পুত্র জুয়েলের বাড়ি সীমানার রাস্তা চলাচলে বাধা দেয়ার এ ঘটনায় নিয়ে তাদের মধ্যে সংঘষ বাধেঁ। এঘটনায় হোসেন মাহমুদ বাদী হয়ে ৭জনের নামে একটি মামলা দায়ের করেছেন। এ মামলা একজন নিরহ কুয়েত প্রবাসী ইলিয়াছ আলী পরিবার হয়রানিমুলক জড়িয়ে তার পিতা-পুত্র
আসামী করে থানায় মামলা দায়েরের এঘটনায় উপজেলাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি
হ্েচ্ছ। মামলা ৫নম্বাব মৃত আলতাবুর রহমানের পুত্র কুয়েত প্রবাসী ইলিয়াছ আলী ও তার
পুত্র বীজ্র একাডেমী নবম শ্রেনীর ছাত্র ৭নম্বার ইমরান আহমদ সানিকে ও আসামী করায় এ ঘটনায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। তাদের পারিবারিক সংঘষের এ ঘটনায় কুয়েত প্রবাসি একটি পরিবার হয়রানিমুলক মামলা জড়িয়ে প্রবাসি পরিবার প্রানে হত্যার হুমকি-ধমকিতে প্রবাসী পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন। প্রতিপক্ষের ভয়ে কুয়েত প্রবাসী ইলিয়াছ আলী গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এবং অনেকটা চুপিসারে দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে । ভুক্তভোগী ইলিয়াছ
আলী জানান,কেনুমিয়া ও আব্দুল নুর একে অপরের চাচাত্ব ভাই বাড়ি চলাচলে রাস্তায় কেনু মিয়া বাধাঁ দেয়ায় তাদের সংঘষ বাধেঁ। এ সংঘষের ঘটনায় তার পিতা-পুত্রকে মিথ্যা মামলা জড়িয়ে আমার পরিবার হয়রানি করছেন। এদিকে মামলা এজহারে ইমরান
আহমদ সানি (১৮)দেখানো হচ্ছে। তার বিদ্যালয় থেকে জানা গেছে সানি বয়স ১৬ বছর
এক মাস ।ঘটনার দিন বিদ্যালয়ের কোচিং ছিল বলে তার প্রতিষ্টান অধ্যাক্ষ মোস্তফা আহমদ দাবি করে বলেন তার প্রতিষ্টানে একজন মেধাবী ছিল সানিকে মিথ্যা মামলায় জড়িয়েছে বাদী।এ ব্যাপারে গ্রামবাসি জানান,একে অপরের আপন-চাচাত্ব ভাই বাড়ি
চলাচলে রাস্তা নিয়ে তাদের বিরোধ চলে আসছে। তাদের পারিবারিক বিরোধের ঘটনায়
প্রবাসি একটি পরিবার জড়িয়ে হয়রানি করছেন বলে গ্রামবাসি অভিযোগ করেন।এব্যাপারে মামলার তদন্তকারি এস আই সাইফুল ইসলাম জানান, মারামারি একটি ঘটনা ঘটছে। কারা জড়িত তদন্ত করে অপরাধিদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।