গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সরকারি রাস্তার গাছ কর্তন করে আত্মসাতের অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার পশ্চিম বেলকা গ্রামের (সৈনিকপাড়া) সংযোগ সড়কের বড়-বড় কয়েকটি ইউক্লিপ্টাস গাছ অবৈধভাবে কর্তন করে আত্মসাত করেন একই গ্রামের কছর প্রামানিকের ছেলে দলিলুর রহমান প্রামানিক দুলু। সরেজমিনে গিয়ে জানা গেছে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব দিকে সৈনিকপাড়া সংযোগ রাস্তা সংলগ্ন ৩ টি বড়-বড় ইউক্লিপ্টাস গাছ দুলু প্রামানিক কর্তন করে বলে এলাকাবাসি অভিযোগ করে। ৩ টি গাছের মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা হবে বলে এলাকাবাসি দাবি করেন। এ ব্যাপারে দলিলুর রহমান প্রামানিক দুলুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গাছ কেটেছি সত্য। তবে গাছগুলি রাস্তা সংলগ্ন আমার জমির উপরে ছিল। উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান জানান, বিষয়টি আমার জানান নাই। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।