নাটোর প্রতিনিধি।
নাটোরের লালপুরে পদ্মানদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। জানা যায়, লালপুর উপজেলার ১ নং লালপুর ইউনিয়নের দিয়াড় বাহাদুরপুর এলাকায পদ্মানদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চররুপপুর গ্রামের লতিফ মালিথার ছেলে লিটন কে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালত বালু উেত্তালেনর অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা জিরমানা করেন। লিটনের কাছ থেকে এ সময় আর কখনও অবৈধভাবে বালু উত্তোলন করবে না মর্মে মুচলেখা নেয়া হয়।