বগুড়ায় ৯টি এলাকাকে রেড ঘোষণা জেলা প্রশাসনের

বগুড়ায় এলাকাভিত্তিক রেডজোনে লকডাউন শুরু
হয়েছে। রবিবার বিকাল ৫টা থেকে এই লকডাউন ঘোষণা করা হয়। বগুড়ার জেলা
প্রশাসক ফয়েজ আহাম্মদ স্বাক্ষরিত একগণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বগুড়া পৌরসভার চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলী, জলেশ্বরীতলা, সুত্রাপুর, মালতীনগর,
ঠনঠনিয়া, হাড়িপাড়া ও কলোনী এলাকাকে রেডজোন ঘোষণা করা হয়েছে। রেড জোন
ঘোষণার প্রেক্ষিতে উক্ত এলাকা আজ রোববার (১৪ জুন) বিকাল ৫টা থেকে বেশকয়েকটি
নির্দেশনা পালন করার নির্দেশ দেয়া হয়েছে।
নির্দেশনা গুলো হলো, রেডজোন ঘোষিত এলাকার সকল প্রকার ব্যক্তিগত, পারিবারিক,
সামাজিক, রাজনৈতিক গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ওই সব এলাকার সকল প্রকার
যানবাহন বন্ধ থাকবে। কোভিড-১৯ মোকাবেলায় বেসরকারি গাড়ি চলাচলে জেলা
প্রশাসকের অনুমতি গ্রহন করতে হবে সকল প্রকার দোকান, মার্কেট ও ব্যবসা
প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বগুড়া জেলায় আন্তঃ উপজেলা যানবাহন ও জনসাধারণ চলাচল বন্ধ
থাকবে। জরুরী প্রয়োজনে বের হলে সকলকে আবশ্যিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে
এবং যথাযথ ভাবে মাস্ক পরিধান করতে হবে। প্রকাশ্য স্থানে বা গণ জমায়েত করে কোন
প্রকার ত্রাণ, খাদ্য সামগ্রী বা অন্য কোন পণ্য বিতরণ করা যাবে না। আওতার বাহিরে
থাকবে জরুরী সংবাদকর্মীর গাড়ি, ওষুধের দোকান, ইন্টারনেট সেবা ও মোবাইল
ব্যাংকিং পরিষেবাসহ জরুরীসেবা।
রেডজোন নির্ধারণের বিষয়ে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সাথে কথা বললে
তিনি জানান, জেলা স্বাস্থ্যবিভাগের সুপারিশক্রমে প্রাথমিকভাবে বগুড়া শহরের উক্ত ৯টি
এলাকাকে রেড ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজন অনুসারে
পর্যায়ক্রমে অন্যান্য এলাকাকেও জোনভিত্তিক ভাগ করা হবে। সেই সাথে তিনি
জনসাধারণকে প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার মাধ্যমে করোনার ঝুঁকি
হ্রাস করার লক্ষ্যে উদ্বার্ত আহব্বানও জানান।