ছাতকে শনিবার দু’দফা প্রাপ্ত রিপোর্টে নতুন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ২৮ জনের। কোয়ারেন্টাইনে থাকা আরো ৩ জনের দ্বিতীয় দফা টেস্টেও করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে শনিবার মোট ৩১ জনের করোনা পজেটিভ শনাক্ত হওয়ার রিপোর্ট পাওয়া গেছে। প্রথম দফায় ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্টে ১২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এর মধ্যে কালারুকা ইউনিয়নের মুক্তিরগাও গ্রামের ৮ জন, ছাতক বাজারের ২ জন ও মন্ডলীভোগ এলাকার ২ জন রয়েছেন। দ্বিতীয় দফায় শাবিপ্রবির ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে ১৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এর মধ্যে শহরের বাগবাড়ী এলাকার ৫ জন, মন্ডলীভোগ এলাকার ১ জন, নোয়ারাই ইউনিয়নের দক্ষিণ বারকাপন গ্রামের ১ জন, উত্তর খুরমা ইউনিয়নের তকিরাই গ্রামের ১ জন, আলমপুর গ্রামের ১ জন, গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের গোবিন্দগঞ্জ এলাকার ৩ জন, মুক্তারপুর গ্রামের ১ জন, কালারুকা ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের ১ জন, সিংচাপইড় ইউনিয়নের মহদি গ্রামের ২ জন রয়েছেন। শুক্রবার প্রাপ্ত রিপোর্টে জাউয়া ইউনিয়নের ৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে ছাতকে মোট আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তী।