পাবনা প্রতিনিধিঃ পাবনার উপশহর টেবুনিয়ায় ইয়াছিন প্রাং হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় মানববন্ধন
অনুষ্ঠিত হয়েছে। পাবনা-ঈশ্বরদী মহাসড়কের পাশে টেবুনিয়া বাজার প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচিতে ইয়াছিন প্রাং এর স্বজনরাসহ
এলাকাবাসী অংশগ্রহণ করে।
উল্লেখ্য, গত ২০ মার্চ বেলা ২টার দিকে একদল দূর্বৃত্ত পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ভোজেন্দ্রপুর গ্রামের নিজ বাড়ী
থেকে ইয়াছিন প্রাং কে জোরপূর্বক তুলে নিয়ে এসে বসত বাড়ীর সামনেই প্রাকাশ্য দিবালোকে ধারালো অস্ত্রাঘাতে রক্তাত্ত জখম করে। ফলে ইয়াছিন প্রাং গুরুতর আহত হয়। ঘটনার পর তাকে চিকিৎসার জন্য
প্রথমে পাবনা জেনারেল হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
ইয়াছিন প্রাং এর মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে জুয়েল হোসেন বাদী হয়ে একই গ্রামের ইমান মন্ডল, তার ছেলে সোহান,
নাসিম এবং সেলিম মন্ডলকে আসামী করে ২১ মার্চ পাবনা থানায় একটি হত্যা মামলা দয়ের করে। মামলা নং-১৯৮। ঘটনার পর ঘাতক নাসিম পালিয়ে যাওয়ার সময় ২১ মার্চ সকাল ১০টার দিকে তার পিছু ধাওয়া করে
রাজশাহী রেল স্টেশনের পাশে বাস স্টান্ড এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় নাসিমকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। এর পর প্রায় ৩ মাস অতিবাহিত হলেও এ মামলার অপর কোন আসামীকে
গ্রেফতার করতে পারেনি পাবনা থানা পুলিশ। মানবন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ খান, নিহতের ভাই প্রভাষক
শাহাদত হোসেন, আশরাফুল ইসলাম এবং ছেলে জুয়েল হোসেন।
বক্তব্যদানকালে বক্তাগণ ইয়াছিন প্রাং হত্যা মামলার আসামী ইমান মন্ডল, তার ছেলে সন্ত্রাসী সোহান, সেলিমসহ তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।