করোনা ভাইরাস প্রতিরোধে কলমাকান্দায় ব্র্যাকের কার্যক্রম

করোনা ভাইরাস প্রতিরোধে নেত্রকোনার কলমাকান্দায় সরকারি নির্দেশনা মেনে বেসরকারি সংস্থা ব্র্যাক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে
আসছে। আর এসব কার্যক্রম তত্বাবধান করছেন মাইক্রো ফাইন্যান্স দাবি’র এলাকা ব্যবস্থাপক আশ্রাফুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মো. রবিউল
আলম, বিসিইউপি শাখা ব্যবস্থাপক মো. রিপন উদ্দিন।
বৃহস্পতিবার সকালে আশ্রাফুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন জায়গায় মাইকিং, কুদ্দুুস বয়াতী ও মমতাজের সচেতনতামূলক গান, কার্টুন প্রচার, গুরুত্বপূর্ন স্থানে ব্যানার টানানো, ১০ হাজার ১শত ছিয়াশি জনের মধ্যে লিফলেট বিতরণ, জনসাধারণের হাত ধোয়ার জন্য
১৩টি পানির ড্রাম বসানো, ১শ’২০টি ফার্মেসীর মালিক ও পল্লী চিকিৎসকদের করোনা সম্পর্কে সচেতন করা, সামাজিক দুরত্ব বজায়
রাখতে দোকানের সামনে গোল বৃত্ত আঁকা, উপজেলা প্রশসনে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ, মোবাইল ফোনে ১হাজার ৪শত সদস্যকে সচেতন
করা, ৩০৫ জন সেবাহীতাকে ১ হাজার ৫শত টাকা করে প্রনোদনা প্রদান, ১হাজার ৪শত সদস্যকে বিকাশের মাধ্যমে সঞ্চয় ফেরতসহ গ্রাহকদের
চাহিদা অনুযায়ী ঋণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া প্রতিটি অফিসের প্রবেশ মুখে বসানো হয়েছে হাত ধোয়ার জন্য ট্যাপকল, রাখা
হয়েছে হ্যান্ডওয়াশ এবং দেয়ালে টানানো হয়েছে হাত ধুয়ে প্রবেশের নির্দেশিকা। তিনি আরও বলেন, ব্র্যাকের প্রতিটি কর্মসূচী’র কর্মী,
স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সেবিকা, স্কুল শিক্ষক, পল্লীসমাজ নেত্রী, প্যারা কাউন্সিলরদের মাধ্যমে জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।