সুনামগঞ্জের মধ্যনগর থানার ও সারা দেশের লকডাউন তুলে নেওয়ার সাথে সাথে চালু হয়েছে যানবাহন, এরিমাঝে কোনো স্বাস্থ্য বিধির বালাই নেই জনমানুষের। এলাকার সবকটি হাট বাজার এবং যানবাহনে একদিন যাবত দেখা যায় স্বাস্থ্য বিধি বলতে শারীরিক দূরত্ব বজায় একেবারেই রাখছেনা। মানছেনা বা করছেনা নিয়মের তোয়াক্কা, এতে করোনা ভাইরাসের সংক্রমণ আরো বৃদ্ধি পেয়ে ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশংকা করছে সচেতন মহল। এলাকায় গোড়ে দেখা যায় সরকারের নির্দেশনা অনুযায়ী যানবাহনের তাপমাত্রা পরিক্ষা করে যাত্রী তুলার কথা থাকলেও সেটা প্রথম দিন থেকেই করছে না কোনো পরিবহণ বা যাত্রী বাহি ট্রলার নৌযান। এছাড়াও হ্যান্ড স্যানিটাইজার ও প্রতিদিন একাধিকবার জীবাণু নাশক স্প্রে করার কথা থাকলেও কোনোটাই করা হচ্ছেনা। এমনকি অনেক ড্রাইভার বা- চালক ও যাত্রীরা মাস্কও ব্যবহার করছে না। জনসাধারণ যাত্রীর ক্ষেতেও মানছেনা নিয়ম কানুন রাখছেনা শারীরিক দূরত্ব, একদিন যাবত মানুষের চলাফেরায় পরিবহণ – ট্রলার নৌযানে গাদাগাদি করে যাত্রী বহন করতে দেখা গেছে। উপচে পরা ভীরে যাতায়াতের দরুন, ফলে করোনা ভাইরাস সংক্রমন বাড়ার শন্কা রয়েছে।