কষ্ট

কোন এক বর বিয়ের উদ্দেশ্যে
কনে দেখতে আসে,
কনে নামক নারীর চোখে তখন
স্বজন ছেড়ে যাওয়ার মায়া কান্নার জল ভাসে।
যখন বর-কনের বিয়ের হয়
নিবন্ধন বা কাবিন,
ঐ নারী তখন অচেনা এক পরকে
করে নেয় আপন।
অচেনা এক পর মানুষকে
আপন করে নিতে হয় খুব কষ্ট,
তা না হলে সমাজে
নারীর সম্মান হয় ভ্রষ্ট।
বিয়ের পর সংসার সামলানো
আবার নারী যখন সন্তান প্রসব করে,
তখন ঐ মা মহিয়সী নারীর
কত না যন্ত্রনা ধরে ।
পিতা শুধু জন্ম দিয়েই
চলে যায় বিদেশ,
সন্তানের যন্ত্রনায়
নারীর জীবন হয় নি:শেষ।