করোনা ভাইরাসের প্রভাবে ধান কাটা শ্রমিক ও কৃষকের আর্থিক সংকটের কারণে অসহায় এক কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে মারাই করে দেন সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগ। গাইবান্ধা জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মো: মোসাদ্দেক হোসেন মামুনের নির্দেশে, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজ শাখার ছাত্রলীগ আহবায়ক রতন মিয়ার নেতৃত্বে আজ মঙ্গলবার উপজেলার দহবন্দ ইউনিয়নের ডোবাপাড়া গ্রামের কৃষক মোজা মিয়ার দুই বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে মারাই করে দেন উপজেলা ছাত্রলীগের ২২-২৪ জন নেতাকর্মী ৷ এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা আলামিন ইসলাম, নাঈম মিয়া, শান্ত মিয়া, শফিক মিয়া, শাকিল মিয়া, শিপন মিয়া, আলমগীর হোসেন ও আনন্দ ইসলাম প্রমূখ ৷ সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজ শাখার ছাত্রলীগ আহবায়ক রতন মিয়া জানান, মহামারি করোনা ভাইরাসের কারণে সমগ্র বাংলাদেশে ধান কাটা শ্রমিকের চরম সংকট পড়ে যায় ৷ এই চরম সংকটের মাঝে প্রথম কৃষকের পাশে দাঁড়ান বাংলাদেশ ছাত্রলীগ ৷ ছাত্রলীগ নেতাকর্মীরা স্বেচ্ছায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে মারাই করে দিচ্ছেন ৷তিনি আর জানান, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুনের দিক নির্দেশনায় আমাদের এই ধান কাটা কর্মসূচী চলছে ও অব্যাহত থাকবে ৷