রোববার ৩১মে বিকেলে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি নজরে রাখতে ও অপরাধ দমনে সহায়তার জন্য লালমনিরহাট জেলার প্রবেশদ্বার তিস্তা সেতুর প্রবেশ মুখে টোল প্লাজায় সিসি টিভি স্থাপন করেছে জেলা পুলিশ বিভাগ।
রোববার বিকালে সিসিটিভি’র উদ্ভোধন করেন লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা।এসময় তার সাথে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল শফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর)আতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার ইনসার্ভিস সোহরাওয়ার্দী,অফিসার ইনচার্জ (ডিবি) মকবুল হোসেন,সদর থানা অফিসার ইনচার্জ মাহফুজ আলম।
এসময় পুলিশ সুপার বলেন,তিস্তার এ প্রবেশদ্বার দিয়ে লালমনিরহাট প্রবেশ ও বের হওয়ার পথ।তাই এখানে ৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রন ও শৃংখলা ফিরিয়ে আনা এবং করোনায় স্বাস্থ্যবিধি না মেনে চলাচলে কঠোরতা অবলম্বন সহ নানাবিধ অপরাধরোধে সহায়তা করবে এই সিসিটিভি ক্যামেরা।