অদম্য ইচ্ছাশক্তির জোরে সেটি প্রমান করলেন দুর্গাপুর উপজেলার চন্তিগড় ইউনিয়নের নাগেরগাতী গ্রামের মাসুদুর রহমান । জন্ম থেকেই দু’হাত নেই তার ।
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৩.৬৭ পেয়েছে
মাসুদুর রহমান ।
রবিবার(৩১মে) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার ফলে সে জিপিএ-
৩.৬৭ পেয়েছে ।
মাসুদুর রহমান উপজেলার চন্তিগড় ইউনিয়নের নাগেরগাতী গ্রামের কৃষক সাহেব আলী ও গৃহিনী হামেদা খাতুনের ছেলে। উপজেলার নবারুন উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো । উপজেলার গুজিরকোনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বসে সাধারন শিক্ষার্থীদের সঙ্গে বসেই এসএসসি পরীক্ষা দিয়েছিল সে।
মাসুদুর রহমান এর পিতা একজন কৃষক । । মাতা হামেদা খাতুন গৃহিণী। তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট ।
মাসুদুর রহমান বলেন, ‘পরীক্ষার ফলাফলে আমি খুব খুশি। আমার ইচ্ছা ভালো মানুষ হওয়ার।
আমি মানুষের সেবা করতে চাই। মা-বাবা ছাড়াও স্কুলের স্যার ও বন্ধুরা আমাকে সহযোগিতা করেছে। সবার কাছে আমি কৃতজ্ঞ।’
দুহাত ছাড়াই যখন মাসুদুর রহমান এর জন্ম হয় , মা-বাবার প্রধান দুশ্চিন্তা ছিলো, ছেলেটা স্বাভাবিক জীবন কাটাতে পারবে তো? পারবে তো এই কঠিন সমাজ
বাস্তবতায় টিকে থাকতে? তবে যত দিন যাচ্ছে মা-বাবার কপালে থাকা সেই দুশ্চিন্তার
ভাঁজ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর ঠোঁটে ফুটে উঠছে হাসি। মাসুদুর রহমান নিজের ইচ্ছাশক্তি ও পরিশ্রম দিয়ে তাঁদের বোঝা না হয়ে ক্রমেই হয়ে উঠছেন গর্বেও কারন ।