লালমনিরহাটে পুলিশ সদস্যসহ আরও ৯ জন করোনায় আক্রান্ত

লালমনিরহাট সদর ১ জন, কালীগঞ্জে স্বাস্থ্য কর্মীসহ ৫ জন, হাতীবান্ধায় ২ পুলিশ সদস্যসহ ৩ জন ও পাটগ্রামের ১ জনসহ জেলায় মোট ৯ জনের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া গেছে। এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। তাদের মধ্যে ১৮ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন। আজ শনিবার (৩০ মে) রাত ১০ টায় এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট সিভিল সাজর্ন ডাঃ নির্মলেন্দু রায়।
তিনি জানান, রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব্য ও শেরে বাংলা নগর পিসিআর ল্যাবে লালমনিরহাট জেলার ১২৮ টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়, এতে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলা থেকে মোট ৮শ৯২টি নমুনা সংগ্রহ করে প্রেরণ করা হয়েছে তারমধ্যে ৭শ৯৬ টি নমুনার ফলাফল পাওয়া গেছে।
আক্রান্ততরা হলেন, সদর উপজেলার রাজপুর ইউনিয়নের নারী (১), কালীগঞ্জ (২) কাকীনা (১) ও কালীগঞ্জ স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নারী স্বাস্থ্য কর্মী (১), হাতীবান্ধা থানার (২) পুলিশ সদস্য, জাওরানী (১) এবং পাটগ্রাম উপজেলার (১) জন।