তাড়াশে বেতনের টাকায় গরীব দুঃখীদের ঈদ উপহার দিলেন বীনা ঘোষ

সিরাজগঞ্জের তাড়াশে  করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ অসহায় গরিব দুস্থদের সাথে ঈদের আনন্দ ভাগা ভাগি করে নেওয়ার জন্য  নিজের বেতনের টাকায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহারদেন  তাড়াশ ডিগ্রী কলেজের কম্পিউটার প্রদর্শক বীনা ঘোষ। রবিবার তাড়াশ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী রজত ঘোষ ও তার সহধর্মিণী বীনা ঘোষ উপজেলার বিভিন্ন  গ্রামের গরীব অসহায় পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী  উপহারদেন। খাাদ্য সামগ্রী মধ্যে ছিল,  চাল, ডাল, আলু, তেল, ছোলা, লবণসহ বিভিন্ন সামগ্রী।
এ ব্যাপারে  বীনা ঘোষ জানান, করোনা ভাইরাসের প্রভাবে অসহায় মানুষগুলো চরম বিপাকে পড়েছে। তাই দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই আমার বেতনের টাকা দিয়ে অসহায় গরীব মানুষের মাঝে কয়েক দিনের খাদ্যের ব্যবস্থা করেছি।উলেখ্যঃ করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে এই দম্পত্তি দক্ষতায় সহিত একের পর এক ভালো কাজ করে যাচ্ছেন। যার ফলে সমগ্র উপজেলায় বিভিন্ন মানুষের প্রশংসাও কুঁড়িয়েছেন তারা।