ঈদুল ফিতর

“”””‘”””””””””””‘””
মেজবাউল হাসান
★★★★★

সাওয়ালের ঐ চাঁদ উঠেছে
ঈদের খুশি নিয়ে
শুকরিয়া করি প্রভুর কাছে
দু রাকাআত নামাজ পেয়ে।

রমজান শেষে এলো সাওয়াল
নতুন বার্তা নিয়ে
সারা বছর পূর্ণ হবে
সাওয়ালের রোজা দিয়ে।

ঈদুল ফিতরের সুন্নত গুলো
সবাই মানতে হবে
অতি ভোরে উঠতে হবে
মেসওয়াক করবে সবে।

সকাল সকাল তৈরি হবো
ওজু গোসল সেরে
আতর গোলাপ লাগিয়ে নিব
উত্তম জামা পরে।

ঈদগাহেতে যাবার আগে
মিষ্টি খেতে হয়
পায়ে হেটে যাব তবে
যানবাহনে নয়।

আরো একটি নির্দেশ আছে
ফিতর আদায় করি
এক রাস্তায় যাব আবার
অন্য রাস্তায় ফিরি।

তাকবিরের সাথে চলবো হেটে
ডানের রাস্তা ধরে
ঈদুল ফিতরের আদবগুলি
মানবো একেক করে।

সবাই মিলে একই সাথে
পড়বো জামাত করে
ঈদ মোবারক কোলাকুলি
করবো নামাজ সেরে।

বিঃ দ্রঃ–এবার ব্যতিক্রম।সব মানা যাবেনা।
ঈদের নামাজ ঘরেই পরবো ইনশাআল্লাহ।