বগুড়ায় মাছের আড়ৎ এর ১১ জনসহ একদিনে করোনায় আক্রান্ত ২৫ জন

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় আরও ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন। শনিবার রাত ৯টায় তিনি এ তথ্য জানান।ডেপুটি সিভিল সার্জন জানান, বগুড়া সদরের ১২ জনের মধ্যে শহরের চাষী বাজারেরই এক মাছের আড়তে কর্মরত ১১ জন রয়েছেন। এছাড়া শাজাহানপুরে ৫ জন, শেরপুরে ৩ জন, গাবতলীতে ২ জন, কাহালু, দুপচাচিয়া ও সোনাতলায় একজন করে আক্রান্ত রয়েছেন।শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ১৮৮ নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। এর মধ্যে বগুড়ার ১৬৩ নমুনার মধ্যে ২৫ জন পজিটিভ, জয়পুরহাটের ২৪টির মধ্যে ৪ জন পজিটিভ, সিরাজগঞ্জের একজন নেগেটিভ। শনিবারের ২৫ জন আক্রান্ত হওয়ায় জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৬৮ জন আক্রান্ত হলেন। তবে এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ জন।