মধ্যনগরে ঈদের কেনাকাটায় ঝটলা নেই সামাজিক দুরত্ব আইনি ব্যাবস্হা শিতিল”

এম এ মান্নান
সুনামগঞ্জের মধ্যনগর থানা বাজারে ঈদের কেনাকাটায় ঝটলা নেই সামাজিক দুরত্ব আইনি ব্যাবস্হা শিতিল, এলাকাটি করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা করতে  প্রতিটি মানুষের দায়ীত্ব সরকারের আইনের নিয়ম কানুন মেনে চলা,কিন্তু আইনকে উপেক্ষা করে সবকটি হাট বাজারে অবাধে চলাফেরা ও ঝটলা করেই চলছে । দেশকে নিরাপদ রাখতে সরকার ঘোষিত লকডাউন যথারীতি মানা হচ্ছে না । এলাকার ৮০ শতাংশ মানুষ করোনা ভাইরাসের আক্রমনে কি হবে তা একবারও ভাবছে না । সামাজিক দুরত্ব বজায় না রেখে,মেতে উটেছে ঈদের কেনাকাটায়।
এতে করে দুর্বিসহ হচ্ছে মানুষের জনজীবন,বৈশ্বিক মহামারী  করোনা ভাইরাস সংক্রমণের সচেতনতাকে উপেক্ষা করে প্রতিনিয়তই শরীরের সাথে শরীর ও হাতে হাত মিলিয়ে দোকনীদের বেচাকেনার ধুম পরেছে ।হাতে গ্লাব্স এবং মুখে মাক্স ব্যাববহার ছাড়াই লোকজনেরা যাতায়াত করছে । দিনের শুরুথেকেই বাজারে প্রতিটি অলিগলিতে একই পরিস্থিতি দেখা যায়। অন্য দিকে খেয়া পাড়াপাড়ের একই পরিস্থিতি। এমতাবস্থায় প্রশাসন, স্হানীয় সরকার ও বাজার কমিটির হস্তক্ষেপের কোনো ভূমিকা দেখা যায়না।