চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি-মোখলেছুর রহমান বিদ্যুৎ, সম্পাদক-জিয়ারুল হক সিন্টু

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) ঃ
পাবনা চাটমোহর ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন বালিকা উচ্চ বিদ্যালয়ে শনিবার (২২ ফেব্রুয়ারী) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. মোখলেছুর
রহমান বিদ্যুৎ সভাপতি ও শেখ মো. জিয়ারুল হক সিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি, আলহাজ¦ মোঃ মোজাম্মেল হোসেন, কোষাধ্যক্ষ, মোঃ জাহিদুর রহমান সাগর, সহ-সাধারণ সম্পাদক, মোঃ এনামুল হক, বাণিজ্যিক সম্পাদক, মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, মোঃ মামুনুর রশিদ নান্টু, প্রচার সম্পাদক, মোঃ নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য (১) মোঃ আব্দুল বাতেন ও (২) মোঃ বকুল হোসেন এছাড়াও দপ্তর সম্পাদক, নুর মোহাম্মদ রান্টু ও সমাজ কল্যাণ সম্পাদক, মোঃ রবিউল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিশনার মো. রকিবুর রহমান টুকুন ভোট গণনা শেষে শনিবার রাত দশটার সময় এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।