ভ্রাম্যমান তৈল মাড়াই মিলের চাপায় প্রাণ হাড়ালেন এক ব্যক্তি

পাবনার চাটমোহরে ভ্রাম্যমান তৈল মাড়াই মিলের চাপায় চরসেন গ্রামের দিলবার হোসেন (৪৩) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
দিলবার হোসেন চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের চরসেন গ্রামের মৃত ময়েজ প্রামাণিকের ছেলে।
জানা গেছে, দূর্ঘদিন যাবত দিলবার ঢাকায় ভ্রাম্যমান তৈল মাড়াই মিলে কাজ করত। প্রতিদিনের মতো ১৫ মে শুক্রবার সকালে তৈল মাড়াই মিল নিয়ে তৈল বিক্রির উদ্দেশ্যে পথে নামলে খিল খেত
এলাকায় পৌছালে ট্রাকের ধাক্কায় করিমন গাড়ির উপর সেটকরা তৈল মাড়াই মিল উল্টে যায় এসময় দিলবার হোসেন উক্ত তৈল মাড়াই গাড়ির নিচে চাপা পরে। ভ্রাম্যমান তৈল মাড়াই মিলের মালিক গাড়ি চালক আস্তান হোসেন তাকে উদ্ধার করে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ১৬ মে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।