পাবনার চাটমোহরে ১৬ মে শনিবার সকালে রোগে আক্রান্ত গরু জবাই
করে বিক্রির অপরাধে মাংস বিক্রেতা ও গরুর মালিক কে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন
সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম ।
আদালত সুত্রে জানা গেছে, অসুস্থ গরু জবাই করে বিক্রয় করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গরুর মাংস বিক্রেতা জমির উদ্দিনের
বাড়িতে আভিযান চালানো হয় । এসময় অভিযান চালিয়ে ওই অসুস্থ গরুর মাংস জব্দ করে। ভোক্তা অধিকার সংরক্ষন আইনে দোলং গ্রামের মৃত
দায়েজ উদ্দিনের ছেলে গরুর মাংস বিক্রেতা(কসাই) জমির উদ্দিনকে ২৫ হাজার টাকা এবং গরুর মালিক একই গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে মোঃ ইসলামকে অসুস্থ গরু বিক্রি করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা উপসহকারী প্রানী সম্পদ কর্মকর্তা একরামূল কবির তপন, পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন ।