বৈশ্বিক কোভিড-১৯ মহামারীর দূর্যোগময় সময়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মে,২০২০ মাসের এক কর্মদিবসের বেতন দিয়ে একটি করোনা (কোভিড-১৯) সহায়তা তহবিল গঠন করেছে। শুক্রবার সকালে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন ও সাধারন সম্পাদক প্রফেসর ড. মোঃ মাসুদার রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে তহবিলের অর্থ ৩টি খাতে বিতরণের সিদ্ধান্ত জানানো হয়। সিদ্ধান্ত ৩টি: ১. সারাদেশের অসচ্ছল জনগোষ্ঠীর সাহায্যার্থে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে এবং বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের প্রস্তাবনাকে সম্মান ও একই সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের আহবানে সাড়া দিয়ে সংগৃহীত তহবিল হতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান২. বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষাবর্ষের অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এককালীন সহায়তা অনুদান হিসেবে প্রদান৩. বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বসবাসরত অসহায় কর্মহীন, দরিদ্র ও দুস্থদের সহায়তা অনুদান হিসেবে প্রদান