বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে ১৪ মে ডিলার বিরুদ্ধে চাল আত্মোসাত ইউএনও বরাবর অভিয়োগ করা হয়েছে।
উপজেলা সদর থেকে উত্তরে পলাশবাড়ী ইউনিয়নে মহিলা ইউপি সদস্যা ও খাদ্য বান্ধব কর্মসূচির ৪৫৫নং কার্ডধারী মোছাঃ পারুল বেগম বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। পলাশবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মোঃ নাজমুল হোসেন বাহাদুর চাল কার্ডধারী দুস্থঃদের নাদিয়ে আত্মোসাত করেছে।
পাশাপাশি মঙ্গলবার উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বৈরবাড়ী গ্রামের বিরন অধিকারীর ছেলে ধীরেন্দ্র নাথ অধিকারী কার্ড নং-৩৪/৪২৯, ধূখোল মহন্ত ছেলে ফাগুনা মহন্ত কার্ড নং-৩৫/৪৩০, মৃতঃ সচিন্দ্রে ছেলে রমেশ কার্ড নং-৩৯/৪৩৪ এর অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার ভূমি মোঃ রমিজ আলম ঘটনাস্থল পরির্দশন করতে গেলে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ডিলার নাজমুল হোসেন বাহাদুর পালিয়ে আত্মোগোপন করে।
জানা গেছে, ২০১৬ সালের সেপ্টেম্বর এর ২৩ তারিখ হতে ২০২০ সালের ৭ এপ্রিল পযর্šÍ চাউল বিতরন হয়েছে। শুধু মাত্র ইউপি চেয়ারম্যানের কারনে শেষ বারের বিতরনের চাউল তারা পেয়েছে। ডিলার নাজমুল হোসেন বাহাদুর মুঠো ফোনে জানায়, ৫নং ওয়ার্ড বৈরবাড়ী গ্রামের ইউপি সদস্য শহিদুল ইসলাম কার কার্ড কাকে দিয়েছে জানিনা, আমি কার্ড পেয়েছি চাউল দিয়েছি, চাউল গ্রহনকারীদের সাক্ষর মাষ্টারোলে রয়েছে। ইউপি সদস্য শহিদুল ইসলাম হাজতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নী।
অপরদিকে পলাশবাড়ী ইউনিয়ন চেয়ারম্যানের জুয়েলুর রহমান জানান, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির নতুন কার্ড করার সময় জানা গেছে তাদের নামে পূর্বেই কার্ড হয়েছে, ডিলারকে ঘটনাটি জানিয়ে চাউল বিতরন কালে কার্ড গুলি আটক করে প্রকৃত কার্ড ধারীদের চাউল দেওয়া হয়েছে।