পত্র মঞ্জুরি

দূর থেকে এলাম নিয়ে পত্র মঞ্জুরি
আলিঙ্গনে মুগ্ধ করো –
অন্তরের গহিনে আবদ্ধ করো
সঞ্চিত করো সঞ্চয়িতা ।

বিকশিত হোক, চলমান প্রেম
অলঙ্কৃত হোক মানব হৃদয়
ধারণ করো জীবদ্দশায়
এটাই হোক প্রেমের কবিতা ।

যেখানে আকাশ নীল
সেখানে ঘুমাও মেঘের চাঁদরে
এই হাসি এই গান –
লিখে যাই প্রেমের সবিতা ।

সবুজ দিয়ে লিখি এসো
প্রণয়ের ইতিকথা
হোক তবে হোক ইতিহাস
সেখানেই আমার সজীবতা ।।