এস.“কৃষক বাঁচলে বাঁচবে দেশ,শেখ হাসিনার বাংলাদেশ” সেøাগানে দিনাজপুরের খানসামায় ছাতিয়ানগড় গ্রামের দরিদ্র বিধবা শেফালী রায়ের ৬০ শতাংশ জমির পাকা ধান কেটে মাড়াই করে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা,অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য,জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুলের নির্দেশনায় উপজেলা ছাত্রলীগ,কলেজ শাখা ছাত্রলীগ এবং বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড ছাত্রলীগ বৃহস্পতিবার (১৪মে) অসহায় ও দরিদ্র কৃষাণীর পাশে এসে দাড়িয়েছে বলে জানায় উপজেলা ছাত্রলীগের আহŸায়ক রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন আংগারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহŸায়ক লিটন রহমান,ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাওফিক আহম্মেদ শামীম ও সাধারণ সম্পাদক সাজ্জাদ ইসলাম,পাকেরহাট সরকারী কলেজ ছাত্রলীগ,পাকেরহাট কারিগরী কলেজ ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ।
কৃষানী শেফালী রায় বলেন, স্থানীয় শ্রমিকরা দেশের বিভিন্ন জায়গায় ধান কাটতে যাওয়ায় ও করোনাভাইরাসের কারণে এলাকায় শ্রমিক সংকট দেখা দেয়।পরে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আমার ৬০ শতক জমির ধান কাটা-মাড়াই করে দেন। এতে উপজেলা ছাত্রলীগ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উপজেলা ছাত্রলীগের আহŸায়ক রেজাউল করিম বলেন,দেশের এই ক্রান্তিকালে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা। ওই কৃষানী শ্রমিক সংকট ও আর্থিক অবস্থার কারনে জমির ধান কাটতে না পারায় আমরা স্বেছাশ্রমে ধান কেটে মাড়াই করে দিয়েছি। সংকটে থাকা কৃষকের উপকার করতে পেরে আমাদের ভালো লাগছে।
এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন বলেন,দূর্যোগের সময় উপজেলা ছাত্রলীগ অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছেন এটি ভাল উদ্যোগ। কৃষকদের পাশে এসে সহযোগিতা করায় তাদেরকে ধন্যবাদ।