সুন্দরগঞ্জে কৃষকের মাঝে গাছের চারা বিতরণ

 গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সঙ্গ প্রকল্পের আয়োজনে কৃষকের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ বুধবার ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ইকো-কো-অপারেশন এবং আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে উপজেলার ৫টি ইউনিয়নের ১০টি স্থানে সামাজিক দুরত্ব বজায় রেখে ৫ হাজার ২৫০ জন কৃষকের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, সাংবাদিক জাহিদুল ইসলাম, সঙ্গ প্রকল্পের উপজেলা কো-অডিনেটর মাহবুবা গুলেসেগুপ্তা।  উপজেলার বেলকা, তারাপুর, হরিপুর, চন্ডিপুর ও শ্রীপুর ইউনিয়নের ৫ হাজার ২৫০ জন কৃষকে বসত বাড়িতে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন শীর্ষক প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক পরিবারকে এই গাছের চারা দেয়া হয়। প্রতিটি পরিবারকে ৭টি করে পেঁপে, লেবু ও পেয়ারার চারা প্রদান করা হয়েছে।