করোনার মধ্যে নাটোরে রিকশা শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজি বন্ধ করলেন এমপি শিমুল

নাটোর প্রতিনিধি–
করোনার মধ্যে নাটোরে রিক্সা চালক ইউনিয়নের চাঁদাবাজির অভিযোগ পেয়েই স্বশরীরে গিয়ে বন্ধ করলেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ স¤পাদক শফিকুল ইসলাম শিমুল। বুধবার সকালে সাধারণ রিকশাচালকরা সাংসদকে অভিযোগ দেন, চালক কার্ড দেওয়ার নামে ইউনিয়ন নেতারা দিনমজুর রিকশাচালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে । অভিযোগ পেয়েই তিনি স্বশরীরে শহরের আলাইপুরে অবস্থিত নাটোর জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন ভবনে উপস্থিত হয়ে চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেন। উত্তোলন করা চাঁদার টাকা রিক্সা চালকের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।রিকশা চালকরা অভিযোগ করেন,ছরের পর বছর ধরে প্রতি রবিবারে সাপ্তাহিক চাঁদা আর প্রতি বছর কার্ড নবায়নের নামে রিকশা চালকদের নিকট থেকে জোরপূর্বক চাঁদা আদায় করতো ইউনিয়নের নেতারা । রিকশাচালকদের কল্যাণের নামে চাঁদা তোলা হলেও দিনমজুরদের কোন কাজেই কাজেই আসেনি ইউনিয়ন।বরং তাদের কষ্টার্জিত টাকায় কল্যাণ যা হয়েছ গুটি কয়েক ইউনিয়ন নেতা করোনা ভাইরাস দূর্যোগের মধ্যে রিকশাচালকদের কোন প্রকার সাহায্য সহযোগিতা তো করেইনি উল্টোঅবৈধভাবে রিক্সা চালকদের কাছে থেকে “রিক্সা চালক কার্ড” করে দেওয়ার নামে জন প্রতি ২শ-৩শ টাকা আদায় করার খবর ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্র নাটোরজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন অফিসে গিয়ে সভাপতি ও স¤পাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রশাসনকে নির্দেশ দেন ।উত্তোলন করা চাঁদার টাকা রিক্সা চালকের তাৎক্ষণাৎ ফেরত দেওয়ার নির্দেশ দেন সাংসদ । ইউনিয়ন নেতাদের অবৈধ চাঁদাবাজি বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করায় এবং করোনা সংকটে রিকশাচালকদের নিয়মিত খাদ্য সহায়তা দেওয়ার জন্য সাংসদ শিমুলকে ধন্যবাদ জানান তারা