আলীকদমে ১৭’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ১নং আলীকদম ইউনিয়ন পরিষদ। মঙ্গলবার সকালে আলীকদম উপজেলা পরিষদ চত্বরে বিকাল ৪টা আলীকদম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪র্থ দফায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের দেওয়া এসব ত্রাণ বিতরণ করেন ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল, আলীকদম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধুংড়ি মং মার্মা, সহ সভাপতি সমরঞ্জন বড়–য়া প্রমূখ। এর আগে ১ম দফায় ৩৫০ পরিবার, ২য় দফায় ৪৫০ পরিবার এবং ৩য় দফায় ৫৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় অতিথিরা কোভিড-১৯ সংক্রমনের বিষয়ে সকলকে সচেতন করেন এবং সকলকে বিনা প্রয়োজনে বাইরে যেতে নিরুৎসায়িত করেন।
এদিকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’র বান্দরবান জেলা ইউনিটের উদ্যেগে আলীকদম উপজেলা যুব রেডক্রিসেন্ট সোসাইটি অসহায়, দুস্থ ও কর্মহীন হয়ে থাকা ৫০ পরিবারের মাঝে ত্রান বিতরন করেছে। মঙ্গলবার বেলা ১২ টায় আলীকদম সদর ইউনিয়ন পরিষদ চত্বরে রেডক্রিসেন্ট সোসাইটি’র বান্দরবান ইউনিটের উদ্যেগে এসব ত্রান সহায়তা দেওয়া হয়। ত্রান সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারের জন্য সাড়ে ৭ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি ও আধা কেজি সুজি দেওয়া হয়। ত্রান বিতরন কালে বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিটের সদস্য মেহেদি হাসান(সোহেল) এর নের্তৃত্বে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি, আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা, আলীকদম যুব রেডক্রিসেন্ট সোসাইটির উপ-দলনেতা ও ইউপি সদস্য আব্দুল মুবিন, জয়দেব রানা, সুজন চৌধুরী, শফিকুল ইসলাম প্রমুখ।