নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় করোনা ভাইরাসের সামাজিক সংক্রমন বেড়েই চলেছে। এ জেলায় আরও এক ব্যক্তির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বদলগাছি উপজেলার আক্রান্ত এই ব্যক্তি ঢাকায় সব্জি ব্যবসা করতেন। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৬২ জন-এ।
জেলার ১১টি উপজেলার মধ্যে একমাত্র জেলা সদরসহ সদর উপজেলা ছাড়্ াসবগুলো উপজেলায় করোনা ছড়িয়ে পড়েছে। তবে বদলগাছি উপজেলায় আক্রান্ত স্বাস্থ্যকর্মী নওগাঁ শহরে তাঁর নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
সিভিলসার্জন-এর কার্যালয়ের কন্টোলরুমসুত্রে উপজেলা ভিত্তিক করোনা আক্রান্তের সংখ্যা হচেছ রানীন নগর উপজেলায় ১৭ জন, আত্রাই উপজেলায় ৬ জন, মহাদেবপুর উপজেলায় ৮ জন, মান্দা উপজেলায় ২ জন, বদলগাছি উপজেলায় ৩ জন, পতœীতলা উপজেলায় ২ জন, ধামইরহাট উপজেলায় ১ জন, নিয়ামতপুর উপজেলায় ১০ জন, সাপাহার উপজেলায় ১২ জন এবং পোরশা উপজেলায় ১ জন। এ নিয়ে নওগাঁ জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৬২ জন্-এ।
নওগাঁ জেলা থেকে আজ সকাল পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ১ হাজার ৬শ ৫৭ জনের। শনিবার সন্ধ্যা পর্যন্ত মোট ফলাফল পাওয়া গেছে ১ হাজার ১শ ৯২ জনের।
এদিকে শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮ট্ াপর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১৩৬ জনকে হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৯ জন, রানীনগর উপজেলায় ৬ জন, আত্রাই উপজেলায় ১ জন, মহাদেবপুর উপজেলায় ২৩ জন, বদলগাছি উপজেলায় ২৪ জন, ধামইরহাট উপজেলায় ৩২ জন, নিয়ামতপুর উপজেলায় ১৭ জন, সাপাহার উপজেলায় ১৪ জন এবং পোরশা উপজেলায় ৩ জন।
এই ২৪ ঘন্টায় হোম কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১১৪ জনকে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৫শ ৪৩ জন।