কৃষকের জন্য এমপি শামীমের উপহার কম্বাইন হারভেস্টার

  কৃষকের ধান কাটা মাড়াইয়ের সুবিধার জন্য গাইবান্ধার-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সরকারি সহায়তায় কম্বাইন হারভেস্টার রিপার গ্রহন করেছে। স্বল্প খরচে কৃষকরা এমপি শামীমের হারভেস্টার ব্যবহার করে ধান কাটা মাড়াই করতে পারবে। আজ রোববার উপজেলা পরিষদ চত্বরে এমপি শামীমের প্রতিনিধি ও তার চাচা মিজান পাটোয়ারীর হাতে কম্বাইন হারভেস্টার রিপারের চাবি হস্তান্তর করেন উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, কৃষি সম্প্রসারণ অফিসার এ.কে. এম ফরিদুল হক, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক রেজাউল আলম রেজা, এমপির বিশেষ সহকারি নুর মোহামামদ রাফি, পিপিআই সাদেক হোসেন প্রমুখ। সরকার কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরে কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদানের লক্ষে উপজেলা ভিত্তিক কম্বাইন হারভেস্টার রিপার হস্তান্তর করে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহায়তায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম ফলগাছা গ্রামের মিজান পাটোয়ারী একটি ইয়ানমার কম্বাইন হারভেস্টার (এজি-৬০০ এ) গ্রহন করে। যার দাম ২৯ লাখ ৫০ হাজার। এতে সরকার উন্নয়ন সহায়তা (ভতুর্কি) প্রদান করেছে ১৪ লাখ। যন্ত্রপাতি সমুহ সরবরাহ করেন এসিআই মোটর লিমিটেড। এটি সরকারি উন্নয়ন সহায়তায় আওতায় সরবরাহকৃত, হস্তান্তর যোগ্য নয়।