লালপুরে বিএনপির প্রস্তুতি সভা

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে মহান শহীদ দিবস এর কর্মসূচি ও ২৪ফেব্রুয়ারি নাটোর জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গৌরীপুরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল এর নিজ বাসভবনে গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ফারজানা শারমিন পুতুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনর রশীদ পাপ্পু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা নান্নু, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম লুলু, লালপুর থানা জাসাসের সভাপতি সামসুল হক আলো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসলাম আলী, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণত সম্পাদক রবিউল ইসলাম, এবি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবেদ আলী, লালপুর উপজেলা বিএনপির মহিলা দলের সাবেক সভাপতি শামসুন্নাহার পারুল, ছাত্র দলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহ্বায়ক এনামুল হক কালুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।