ঈদে এক হাজার পরিবারের পাশে দাঁড়ানোর প্রস্তুতি সাবেক ছাত্রলীগের নেতার

নাটোর প্রতিনিধি
মহামারি করোনার প্রভাবে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। এই ভাইরাস রোধে বাংলাদেশেও সাধারণ ছুটি চলছে। ফলে প্রতিষ্ঠান, গণপরিবহনসহ প্রায় সব কিছুই বন্ধ রয়েছে। এতে খেটে খাওয়া, কর্মহীন ও নিম্বআয়ের মানুষ অসহায় হয়ে পড়েছেন। ব্যতিক্রম নয় নাটোর জেলার গুরুদাসপুর উপজেলাতেই ।
তাই করোনার তাণ্ডবে কাজ হারানো, দিনমজুর ও নিুআয়ের মানুষদের মাঝে আসন্ন ঈদুল ফিতরের আনন্দ বিষাদে পরিণত হওয়ার শঙ্কা করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে পবিত্র ঈদকে সামনে রেখে নিজ এলাকা নাটোরের গুরুদাসপুর উপজেলার দরিদ্র ১ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণের প্রস্তুতি নিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই প্রস্তুতির কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘পবিত্র ঈদে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণের প্রস্তুতি চলছে।’
এছাড়া গত এক মাসেরও বেশি সময় ধরে নিজ এলাকার অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রীও পৌঁছে দেন আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী মোল্লা।এবার হতদরিদ্রদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।