মধ্যনগর উপজেলা বাস্তবায়নের শুধুই আশ্বাস প্রধান মন্ত্রীর দৃষ্টি চায় এলাকাবাসী

এম এ মান্নান
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত করতে শুধু শুধুই আশ্বাস বাস্তবায়ীত হচ্ছে না কেনো এনিয়ে গন মানুষের মনে উদ্ধিগ্ন উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে । প্রধান মন্ত্রী শেখ হাসনার সুদৃষ্টি চায় ও অবিলম্বে উপজেলা ঘোষণার দাবী করছে এলাকাবাসী। মধ্যনগরে একাধিক মন্ত্রীর আগমনে মঞ্চে বক্তিতায় শুধু শুধু আশ্বাসেই দিলেন এর কোনো প্রতিফলন দেখা যায়না। জনতার প্রশ্ন মানবতার জননী প্রধান মন্ত্রী শেখ হাসিনা মধ্যনগরকে নজরে নিচ্ছেন না কেনো,যেখানে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তরের খবরাখবর সবসময় প্রধান মন্ত্রীর নখদর্পণে রাখেন, সেখানে কেনইবা মধ্যনগরের দিকে মুখ তুলে তাকাচ্ছেননা । ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর ২০০১ সালে প্রধান মন্ত্রী মধ্যনগরকে পূর্ণাঙ্গ থানা উপজেলা হিসেবে নিকারের মিটিংয়ে ঘোষণা দিয়েছিলেন, এর পর জাতীয় সংসদ নির্বাচনে বি এন পি জামাত জোট সরকার ক্ষমতায় এসে মধ্যনগর উপজেলা বাস্তবায়নের ঘোষণাটি বাতিল করে দিয়েছিল। পরবর্তিতে ২০০৮ সালে আবারো আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে পূনরায় উপজেলার দাবীটি উত্তাপন করা হয়েছে । মধ্যনগর উপজেলার দাবীতে বর্তমান সংসদ ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন স্হানীয় সরকার মন্ত্রণালয়ে প্রোয়জনীয় কাগজ পত্র সহ ডি ও লেটার জমা দিলেন। এবং এর আগেও সাবেক পররাষ্ট্র মন্ত্রী প্রয়াত আব্দু সামাদ আজাদ ডি ও দিলেন,সাবেক রেল মন্ত্রী প্রয়াত সুরন্জিত সেন গুপ্ত ডি ও দিলেন, সাবেক সংসদ সৈয়দ রফিকুল হক সুহেল ডি ও দিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক ও সিলেট বিভাগীয় কমিশন প্রোয়জনীয় কাগজ পত্র সহ প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। অথচ জনবান্ধব প্রধান মন্ত্রী শেখ হাসনা’র’ মুখের দিকে থাকিয়ে আছে এ এলাকার মানুষ,প্রধান মন্ত্রী কেনো মুখ তুলে থাকাচ্ছেননা ঘোষণা দিচ্ছেননা উপজেলা, এনিয়ে সর্বস্তরের জনতার ক্ষুভের সৃষ্টি হয়েছে, স্বাধীনতার পর থেকেই এ এলাকার মানুষ বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিয়ে আসছে কিন্তু উন্নয়নের বেলায় এখনও মান্দাদার আমলের মতই পিছনে পরে আছে । মধ্যনগর উপজেলার দাবীধার হিসেবে যোক্তীযোত রয়েছে যেমন সরকার রাজস্ব নিচ্ছেন সন্তোষ জনক, হাওর এলাকা জনসংখ্যাতত্ত্ব কাইটুরীয়া মতে যতেষ্ট আছে, আয়তন অনেক বেশি উত্তর প্রান্তর থেকে দক্ষিণ প্রান্তর ধর্মপাশা উপজেলা সদর প্রায় ৬০ কিঃ মিটার অফিসিয়াল কাজে উপজেলায় গেলে তো দুই তিন দিন রাত্রি জাপান করতেই হয়,যাতায়াত ব্যাবস্হা যানবাহন মটর সাইকেল ভাড়াও অনেক  ব্যয়বহুল। ধর্মপাশা টু মধ্যনগর একটি মাত্র পাকা সড়ক আর কোনো পাকা সড়ক নাই, ধর্মপাশা সদরে একটি মাত্র হাসপাতাল, মধ্যনগর একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং দক্ষিণ বংশিকুন্ডা একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র মুর্তির ন্যায় দারিয়ে আছে ঠিকেই কিন্তু নাই কোনো ডাক্তার, নাই কোনো স্বাস্থ্য সেবা, মুমষ্য রোগীর বেলায় মৃত্যু অনিবায্য, মধ্যনগর উপজেলা বাস্তবায়ন করলে, স্বাস্থ্য সেবা, শিক্ষা, যোগাযোগের উন্নয়ন, ন্যায়বিচার ও দুর্নীতি দমন সহ মানুষের জীবন যাত্রার মান উন্নতি হবে। #