চাটমোহরে তাঁতীদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
বিএনপি’র অঙ্গসংগঠন তাঁতীদল পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে। তাঁতী দলের উপজেলা সভাপতি মো. নুরুল ইসলাম সামাদ ও সাধারণ সম্পাদক মো. গোলাম আযম স্বাক্ষরিত বিলুপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয়তাবাদী তাঁতী দলের বিলচলন ইউনিয়ন কিমিটির সভাপতি ছিলেন তিনি সাবেক কৃষক লীগের জেলা কমিটির সদস্য। এ নিয়ে উপজেলায় চলছে সমালোচনার ঝড়। আলোচিত ওই ব্যক্তির নাম আব্দুস সালাম। তাঁর বাড়ি চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের উত্তর সেনগ্রামে। তিনি বিলচলন ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বর।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) থেকে কমিটি বিলুপ্ত উল্লেখ করে বলা হয়, জেলা কমিটির নির্দেশক্রমে দলকে সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষ্যে ও বিএনপি পুর্নগঠনের অংশ হিসেবে তাঁতীদল উপজেলার বিলচলন ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মো. গোলাম আযম জানান, উপজেলা তাঁতীদল সভাপতি কমিটি বিলুপ্তির পূর্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তিন সদস্যের একটি টিম গঠন করেন। তাদের দেয়া রির্পোটের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা তাঁতী দলের সভাপতি মো. নুরুল ইসলাম সামাদ জানান, চাটমোহর উপজেলাধীন বিলচলন ইউনিয়নের জাতীয়তাবাদী তাঁতী দলের দলীয় শৃঙ্খলা ও তথ্য গোপনের জন্য কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।