কালিহাতীতে বিকাশ প্রতারণার শিকার এসিআই কোম্পানির এসআর কামরুল ইসলাম, হারিয়েছেন ৫০,৮০০ টাকা

কামরুল হাসান, টাংগাইল পতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে এক বিকাশ প্রতারণার ঘটনায় এসিআই কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) কামরুল ইসলাম ৫০,৮০০ টাকা হারিয়েছেন। ভুক্তভোগী কামরুল ইসলাম ঘাটাইলের মিলকুড়িয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তাঁর বয়স ২৮ বছর।

১৯ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১১টার দিকে প্রতারকরা বিকাশের নাম ব্যবহার করে একটি ভুয়া মেসেজ পাঠায়। মেসেজে উল্লেখ ছিল যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তাঁর বিকাশ অ্যাকাউন্টে জমা হয়েছে। এরপর তারা বিকাশ কাস্টমার কেয়ারের কর্মকর্তা হিসেবে ফোন করে বিভিন্ন কৌশলে কামরুলের কাছ থেকে ৫০,৮০০ টাকা হাতিয়ে নেয়। প্রতারকরা তিন ধাপে এই টাকা উত্তোলন করে এবং একটি নগদ নম্বরও ব্যবহার করেছিল।

কামরুল ইসলাম জানান, তিনি প্রথমে প্রতারণার বিষয়টি বুঝতে পারেননি। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত বিকাশ হেল্পলাইনে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে প্রতারকরা ফোন নম্বর বন্ধ করে দেয় এবং টাকা হাতিয়ে নেয়। তিনি অন্যান্য ব্যবহারকারীদের সতর্ক থাকার অনুরোধ জানান, যাতে কেউ এ ধরনের প্রতারণার শিকার না হন।

এ ঘটনায় কালিহাতী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।