বিশ্বনাথে দেওকলস ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন খায়রুল আমিন আজাদ

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন খায়রুল আমিন আজাদ মেম্বার। তিনি দীর্ঘদিন ধরে পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।গত ৩ মে দেওকলস ইউনিয়ন পরিষদের তাহিদ মিয়া মৃত্যুবরণ করায় খায়রুল আমিন আজাদ মেম্বার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। ইতিপূর্বে আরো একাধিকবার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি।এব্যাপারে দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের খায়রুল আমিন আজাদ মেম্বার বলেন, সর্বমহলের সার্বিক সহযোগীতায় সততা ও নিষ্টার সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাব। করোনার এই সংকটময় মুহুর্তসহ সব সময়ই ইউনিয়নবাসীর প্রাপ্য অধিকার সঠিকভাবেই তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। ভালো কাজে সর্বসাধারণের সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করছি।
বিশ্বনাথের দেওকলস ইউনিয়নে অসহায়দের মধ্যে চাল বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি :: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলার লক্ষ্যে সরকারের উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস  ইউনিয়নের কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ৯ম দাফের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সোমবার দুপুরে ৯ম দাফে ইউনিয়নের ৯ ওয়ার্ডের ১১০টি পরিবারের সদস্যদের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে সরকারি চাল বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসেবে ৯ম দাফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়া। তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে সকল শ্রেণী-পেশার মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ। দেশে খাদ্যের কোন সংকট নেই, তাই করোনার এই মুহুর্তকে পুঁজি করে কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করবেন না। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে শুধু মাত্র সকল সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।চাল বিতরণ অনুষ্ঠানে দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের খায়রুল আমিন আজাদ মেম্বার সভাপতিত্বে ও সচিব সুহেব আহমদ ইমনের পরিচালনায় উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, গ্রাম আদালত সহকারী রঞ্জিত মালাকার প্রমুখসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য-সদস্যা, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।