ত্রাণের পরিমান কম হওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাস, মিনিবাস, মাইক্রোবাস ও কোচের কর্মহীন শ্রমিকরা ত্রাণ না নেয়ায় ফিরে গেলেন উপজেলা নিবার্হী অফিসার। ঘটনাটি ঘটেছে আজ বুধবার উপজেলার ভুরারঘাট এম ইউ বহুমুখী সিনিয়র মাদ্রাসা মাঠে। শ্রমিক নেতাদের দেয়া তালিকার মোতাবেক ১০০ জন শ্রমিকের জন্য ৫ কেজি চাল ও ২ কেজি করে আলুর ত্রাণ সামগ্রীর প্যাকেট নিয়ে উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান মাদ্রাসা মাঠে যান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পারিবার পরিবার কল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, যুব উন্নয়ন অফিসার খাদেমুল ইসলাম, শ্রমিক সংগঠনের সভাপতি রেজাউল আলম রেজা ও সাধারণ সম্পাদক স্বপন কান্ত রায় উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণের এক পর্যায়ে পরিমান কম হওয়ায় শ্রমিকরা ত্রাণ না নিয়ে ফিরে যান। শ্রমিকদের দাবি ত্রাণ বিতরণের ক্ষেত্রে সরকার শ্রমিকদের অগ্রাধিকার দিয়েছে। সে ক্ষেত্রে শ্রমিকদের ত্রাণের পরিমান কম হবে কেন। শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন কান্ত রায় জানান, ৩ কেজি চাল ও ২ কেজি আলুর ত্রাণ সামগ্রীর প্যাকেট শ্রমিকদের দেবে সেটি আমাদেরকে জানান নাই। সভাপতি রেজাউল আলম রেজা জানান, শ্রমিকদের ত্রাণ নেয়ার জন্য বার বার বুঝানো হয়েছে।
কিন্তু তারা ত্রাণ নেয়নি। উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই মাহমুদ জানান, শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে ত্রাণ নিয়ে মাদ্রাসা মাঠে যাওয়া হয়েছিল। তারা হয়তো শ্রমিকদের বুঝাতে পারেননি। উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান জানান, বরাদ্দ অনুয়ায়ী ত্রাণ দেয়ার ব্যবস্থা করা হয়েছিল। শ্রমিকরা তা নেয়নি।