বেড়া(পাবনা)প্রতিনিধি ঃ
এসো দেশ বদলাই ‘ পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য সামনে রেখে উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা, লোক ও কারুশিল্প মেলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাবনার বেড়ায় তারুণ্যের উৎসব- ২০২৫ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে তারুণ্য উৎসব-২০২৫ উদযাপিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যেছিল আলোচনা সভা, লোক ও কারুশিল্প মেলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বেড়া উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মোরশেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল কদ্দুস। মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তহিদ উজ জামান,জনস্বাস্থ্য প্রকৌশলী মানোয়ার হোসেন, আর.ডি.ও আব্দুল ওহাব, ভেটেনারী সার্জন মোঃ আসাদুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে চিত্রাঙ্কন,কবিতা আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।#
